1. admin@englishbangla24.com : admin :
অটো চোর চক্রের ২ মহিলা সদস্যসহ ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার - English Bangla 24
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:

অটো চোর চক্রের ২ মহিলা সদস্যসহ ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২৭ Time View

অটো চোর চক্রের ২ মহিলা সদস্যসহ ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার
তারিখ- ২১/১০/২০২৩ খ্রিঃ।
——————————–

পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) লালমনিরহাট এর প্রত্যক্ষ্য সহযোগিতায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে এসআই মোঃ খুরশীদ আলম আধুনিক যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অটো চোর চক্রের সদস্যদের অবস্থান নির্নয় করে ময়মনসিংহ, গাজীপুর এবং রংপুরে অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা অটো চোর চক্রের ০২ জন মহিলা সদস্যসহ ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন। মামরার ০১ নং আসামী মোছাঃ হালিমা বেগম (২৭), স্বামী-মোঃ দুলাল মিয়া, ০২নং আসামী মোঃ দুলাল মিয়া (২৭), পিতা-মোঃ মানিক মিয়া, স্থায়ী সাং-দিলালপুর উদাতিয়ার কান্দি উভয়ের থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, উভয়ের বর্তমান সাং-বাইমাইল পূর্বপাড়া (জনৈক মোঃ আইন উদ্দিন এর বাসার ভাড়াটিয়া) থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর গাজীপুর. এবং ০৩ নং আসামী মোছাঃ বিপাশা বেগম ওরফে ফাতেমা (২৩), স্বামী-মোঃ রানা মিয়া, স্থায়ী সাং-কৈলাক রাহেলাপাড়া, বর্তমান সাং-বাইমাইল পূর্বপাড়া, (জনৈক মোঃ আইন উদ্দিন এর ভাড়াটিয়া) থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর গাজীপুরগনকে বাইমাইল পূর্বপাড়া, থানা-কোনাবাড়ী, গাজীপুর মেট্রোপলিটন মহানগর হইতে গ্রেফতার করা হয়। মামলার ৪নং আসামী মোঃ মেহেদী হাসান রিয়েল (২৭), পিতা-মৃতঃ আঃ মালেক, স্থায়ী সাং- সারাই নিউ কাজীপাড়া কসাইটারী, থানা-হারাগাছ, রংপুর মহানগরকে নিজ বাড়ী হতে এছাড়াও ০৫ নং আসামী মোঃ এবাদুল হক (৩৭), পিতা-মৃতঃ রুস্তুম আলী, স্থায়ী সাং-নারায়নডহর উত্তর পাড়া, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা, বর্তমান সাং- মাষ্টার বাড়ী, কাশর চৌরাস্তা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত মাষ্টারবাড়ী কাশর চৌরাস্তা হইতে গ্রেফতার করা হয়।

মামলার বাদী অটো চালক ইং ০৪/০৮/২০২৩ তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকায় আদিতমারী সাপ্টিবাড়ী বাজারে অবস্থান কালে ০২ (দুই) জন বোরকা পরিহিত অজ্ঞাত মহিলা যাত্রীদ্বয় নিজেকে অসুস্থ্য ও একজন গর্ভবর্তী পরিচয় দিয়ে অটোচালকে কৌশেলে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর সেখানে থাকা অটো চোর চক্রের অপর সদস্যগন কর্তৃক কৌশলে বাদীর চালিত অটো ইজিবাইকটি, মূল্য অনুমান ১,৬০,০০০/-টাকা ও বাদীর ব্যবহৃত মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ২১,০০০/- চুরি করিয়া লইয়া যায়। বর্ণিত ঘটনায় লালমনিরহাট থানার মামলা নং ০৭, তারিখ ০৭/০৯/২০২৩ ইং ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। ধৃত আসামীগন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটো চুরির কথা স্বীকার করেছে এবং তাদের নিকট হইতে বাদীর চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। ধৃত আসামীগনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইলে তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 English Bangla
Theme Customized BY WooHostBD