1. admin@englishbangla24.com : admin :
পাটগ্রামের রাজনীতি কর্মী মাহফুজার রহমান মিলন এর জীবন কথা, - English Bangla 24
সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:

পাটগ্রামের রাজনীতি কর্মী মাহফুজার রহমান মিলন এর জীবন কথা,

বিশেষ সংবাদদাতা
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ Time View

পাটগ্রামের সৎ, নিষ্ঠাবান, হাজার মানুষের প্রাণের স্পন্দন ও রাজনীতি কর্মী বলছি মাহফুজার রহমান মিলন এর জীবন কথা,

জনাব মোঃ মাহফুজার রহমান মিলন, ১৯৮৮ সালে রাজনীতির হাতে খরি, ১৯৯০ সালে পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি ডিগ্রি কলেজ শাখার জাতীয় ছাত্র সমাজের সভাপতি নির্বাচিত হন। এবং পুনরায় ১৯৯২ সালে আবার দু বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।১৯৯৪ সালে তিনি পাটগ্রাম উপজেলা ছাত্র সমাজের সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং ২০০০ সাল পর্যন্ত তিনি এ দ্বায়িত্ব পালন করেন। ২০০১ এক সালে সাবেক সাংসদ জয়নুল আবেদীন সরকার সহ একসাথে বি এন পি তে যোগদান করেন। ২০০২ সালে তিনি বিপুল ভোটের ব্যাবধানে পাটগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন, এবং ২০০৪ সালে তিনি পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন, একই সাথে তিনি ২০০২ সালে জগতবেড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি নির্বাচিত হন ভোটের মাধ্যমে। উক্ত জগতবেড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ভোটের মাধ্যমে তিন বার নির্বাচিত হন ফুল প্যানেলে।এবং নয় বছর সভাপতির দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি জগতবেড় ইউনিয়ন বি এন পি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, সেই সাথে সামাজিক কর্ম কান্ডে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন। ওনার দাদা মৃত সাহার উদ্দিন ছিলেন পাকিস্তান আমল থেকে জগতবেড় ইউনিয়নের প্রেসিডেন্ট, ওনার বাবা হাজী বজলার রহমান ছিলেন জগতবেড় ইউনিয়নের মৌলিক গনতন্ত্রের মেম্বার। ওনার চাচা মোঃ মোখলেছুর রহমান ছিলেন জগতবেড় ইউনিয়নের স্বর্ন পদক প্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে তিনি তারুণ্যের অহংকার, তারেক রহমান এর নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ,এবং ১০ দফা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ।এবং তিনি বাকি জীবন জগতবেড় ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ ও প্রতিটি গরিব দুখী মেহনতি মানুষের মানুষের পাশে থাকতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 English Bangla
Theme Customized BY WooHostBD